তালাকের পর কাবিনের টাকা আদায়ের অভিযোগে মিথ্যা মামলা, বাদী কারাগারে

মানিকগঞ্জে একটি ব্যতিক্রমধর্মী ও আলোচিত ঘটনার অবসান হয়েছে আদালতের রায়ে। নিজের স্বামীকে তালাক দিয়ে ১৪ লাখ টাকা কাবিনের অর্থ বুঝে নিয়ে দেনা-পাওনা নিষ্পত্তির পর আবার কাবিনের টাকা আদায়ের অভিযোগে মামলা দায়ের করায় আদালত সেটিকে মিথ্যা মামলা হিসেবে খারিজ করেছেন।

মামলার বাদী শারমিন আক্তার শিলা (পিতা: শফিকুল ইসলাম/ইসলাম) এবং বিবাদী তাঁর সাবেক স্বামী শহিদুল মিয়া (পিতা: সুলতান উদ্দিন), বাড়ি নাগরপুর, টাঙ্গাইল। আদালত সূত্রে জানা যায়, তালাকের সময় শারমিন আক্তার শিলা স্বামীর কাছ থেকে কাবিনের সম্পূর্ণ অর্থ—১৪ লাখ টাকা গ্রহণ করেন এবং পারস্পরিক দেনা-পাওনা নিষ্পত্তি হয়।

তবে তালাকের মাত্র তিনদিন পরই তিনি পুনরায় কাবিনের টাকা আদায়ের দাবিতে আদালতে মামলা দায়ের করেন। শুনানিকালে যুক্তি-তর্ক ও নথিপত্র পর্যালোচনা শেষে আদালত নিশ্চিত হন যে, কাবিনের অর্থ ইতোমধ্যে পরিশোধ করা হয়েছে।


এতে আদালত মামলাটি খারিজ করে দেন এবং মিথ্যা মামলা দায়েরের অভিযোগে বাদী শারমিন আক্তার শিলাকে একদিনের জন্য মানিকগঞ্জ জেলা কারাগারে পাঠানোর নির্দেশ দেন।


Next Post Previous Post
No Comment
Add Comment
comment url