মানিকগঞ্জে ১৫০ থেকে ২০০ টাকা অতিরিক্ত দামে ১২ কেজির গ্যাস সিলিন্ডার বিক্রি হচ্ছে
মানিকগঞ্জে বেশ কয়েকটি গ্যাসের দোকান ঘুরে যে তথ্য সংগ্রহ করেছি তাতে ১৫০ থেকে ২০০ টাকা অতিরিক্ত দামে ১২ কেজির গ্যাস সিলিন্ডার বিক্রি করছে। ডিসেম্বর মাসের জন্য ১২ কেজি এলপিজি সিলিন্ডারের দাম নির্ধারিত হয়েছে ১২৫৩ টাকা। দেশে গ্যাস সংকট এই ওজুহাত দেখিয়ে প্রতি ১২ কেজির সিলিন্ডার খুচরা বিক্রেতাদের থেকে ২০০ টাকা অতিরিক্ত দাম নিচ্ছে ডিলারগণ। তবুও প্রশাসনের নেই কোন তদারকি।
আমি কয়েকজন গ্যাস ক্রেতার সাথে কথা বলেছি তারা গ্যাসের দাম নিয়ন্ত্রণে মানিকগঞ্জ প্রশাসনের সহযোগিতা কামনা করেছেন।

