মানিকগঞ্জে সার নিয়ে বিপাকে কৃষক

সরিষা, পেঁয়াজ, রসুন, আলু, কালোজিরা ভূট্রাসহ বিভিন্ন রবি শস্য আবাদের সময় চলছে। এসময় প্রয়োজন হয় টিএসপি, ডিএপি, এমওপি ও ইউরিয়া সার।  পর্যাপ্ত সার না পাওয়ায় বিপাকে মানিকগঞ্জের চাষিরা।সংকটের অজুহাতে সরকার নির্ধারিত দামের চেয়ে বস্তাপ্রতি ২ থেকে ৩শ টাকা বেশিতে সার কেনা লাগছে, বলছেন উজেলার কয়েকজন চাষির। পর্যাপ্ত সার না পাওয়ায় জমি প্রস্তুতে বিপাকে পড়ছেন তারা। এতে চলতি মৌসুমের আবাদ ব্যাহত হওয়ার শঙ্কা কৃষকদের।




মানিকগঞ্জে একাধিক কৃষক বলেন, সার পাওয়া যাচ্ছে না। আবার বেশি টাকা দিলে সার পাওয়া যাচ্ছে।সরবরাহ কমের অজুহাতে সরকার নির্ধারিত দামে মিলছে না কোন সার। কিনতে হচ্ছে চড়া দামে।



মানিকগঞ্জে উপজেলার একজন কৃষক বলেন, সার দরকার ৫০ কেজি, পাচ্ছি ১০ কেজি। এই সারে তো আর হবে না। মানিকগঞ্জে জেলার সার ডিলারদের দাবি, বাজারে সারের চাহিদা বেড়ে যাওয়ায় সংকট সৃষ্টি হয়েছে। এতে তাদের কোনো হাত নেই।



সারের কৃত্রিম সংকট তৈরি করে বাড়তি দাম নেওয়া ও মজুতদারির বিরুদ্ধে কৃষি বিভাগ ব্যবস্থার কথা জানালেও বাজারে কোনো সুফল পাচ্ছেন না চাষিরা। 



Previous Post
No Comment
Add Comment
comment url